ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট আজ থেকে বিক্রি শুরু হচ্ছে। চলবে ১৩ই জুলাই পর্যন্ত। শুরুতে দেয়া হবে ১৩ই জুলাই যারা যাত্রা করবেন তাদের টিকিট। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। ঘোষিত তারিখ অনুয়ায়ী ট্রেনের ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার জন্য ১০ই জুলাই ১৪ তারিখের, ১১ই জুলাই ১৫ তারিখের, ১২ই জুলাই ১৬ তারিখের এবং ১৩ই জুলাই ১৭ তারিখের টিকিট বিক্রি হবে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে পাওয়া যাবে এসব টিকিট। ঈদের পর ফেরার জন্য ২০শে জুলাইয়ের আগাম টিকিট পাওয়া যাবে ১৬ তারিখে, ২১শে জুলাইয়ের টিকিট পাওয়া যাবে ১৭ তারিখে, ২২-২৩শে জুলাইয়ের আগাম টিকিট পাওয়া যাবে ১৯ তারিখে ও ২৪শে জুলাইয়ের আগাম টিকিট পাওয়া যাবে ২০ তারিখে। এ ছাড়া ঈদের পরে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি হবে। ঈদ উপলক্ষে পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৮৬টি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৮৩টি মোট ১৬৯টি কোচ সপ আউট-টার্ন হবে। কারখানায় মেরামত করে অতিরিক্ত ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে মূল বহরে। গত ২১শে জুন রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানায়, কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ বিজিবি এবং র‌্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে। এ ছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রেল সূত্রে জানা গেছে, স্বাভাবিকভাবে প্রতিদিন বাংলাদেশ রেলওয়েতে প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করা হয়ে থাকে। কিন্তু ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের উদ্যোগ নেয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার টিকিট বিক্রি হবে।

No comments

Powered by Blogger.