তথ্যমন্ত্রীসহ ২৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ে এই হুমকি সংবলিত একটি চিঠি আসে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে গত ২০শে মে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামে ঢাবি ভিসিসহ চার শিক্ষক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, গণজাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১০ জনের নাম উল্লেখ করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এসেছিল। ডাকযোগে পাঠানো সে চিঠিটিও ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা-১৩’ নামের একটি সংগঠনের নামে পাঠানো হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিককে পাঠানো চিঠিটি তার কার্যালয়ে পৌঁছায়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তিনি বলেন, এর আগে একাধিকবার ভিসিকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩-এর প্যাডে হত্যার হুমকি সংবলিত চিঠি এসেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিয়ে অনুসন্ধান করতে বলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, চিঠিতে যাদের নাম রয়েছে তারা হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, ?একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নুর, সাংবাদিক আবেদ খান, মুন্নী সাহা, অঞ্জন রায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার, মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী, গণজাগরণ মঞ্চের আরেক অংশের প্রতিনিধি কামাল পাশা চৌধুরী, টেলিভিশনের উপস্থাপক নবনীতা চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, আকলিমা সুলতানা, এসএম শাহীন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত ও সঙ্গীতা ইমাম। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছে পুলিশ।

No comments

Powered by Blogger.