সারদা চিট ফান্ডের অর্থ ফেরত দিলেন মিঠুন

‘গরিবের মেসিহা’ বলে তিনি পরিচিত। চলচ্চিত্রে এই ধরনের চরিত্রে তিনি বহু অভিনয় করেছেন। কিন্তু চিট ফান্ডে রাখা সেই গরিবের অর্থ তিনি নিয়েছিলেন নিজের অজান্তেই। আর তাই বিবেক দংশনে ভুগছিলেন। কয়েক সপ্তাহ আগেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর আইনজীবী জানিয়েছিলেন, সারদা চিট ফান্ড সংস্থার কাছ থেকে তিনি কাজের জন্য যে পারিশ্রমিক পেয়েছিলেন তা ফিরিয়ে দেবেন। কথা রেখেছেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার সারদা থেকে নেয়া অর্থ  ফেরত দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা দপ্তরে গিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ রুপির ড্রাফট জমা দিয়েছেন মিঠুনের আইনজীবীরা। সারদা চিট ফান্ড সংস্থার মালিকানাধীন চ্যানেল টেনে অনুষ্ঠান সঞ্চালনার জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি রুপির চুক্তি করা হয়েছিল। ৪২টি এপিসোডের জন্য এই অর্থের চুক্তি হয়েছিল মিঠুন ও সারদা চিট ফান্ডের একটি সংস্থার সঙ্গে। সবগুলো এপিসোডের শুটিংও হয়ে গিয়েছিল। তবে ২৩ এপিসোডের সমপ্রচার হয়েছিল। অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে সারদার সংস্থার পক্ষ থেকে ১  কোটি ৭৬ লাখ রুপি  পেয়েছিলেন মিঠুন। তার মধ্যে ১ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৬০ রুপি মঙ্গলবার তিনি   ফেরত দিয়েছেন। মিঠুনের আইনজীবীর দাবি, বাকি অর্থ মিঠুন ইনকাম ট্যাক্স দিয়েছেন বলে ইডি আধিকারিকদের জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে সারদা চিট ফান্ড সংস্থার আমানত কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর অনেক রাজনৈতিক নেতার নাম ফাঁস হয়ে গিয়েছিল। উঠে এসেছিল মিঠুনেরও নাম। ইডি বেশ কয়েকবার তাকে ডেকে জেরাও করেছিল। তবে শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় মিঠুন অর্থ ফেরত দিলেও তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য ও অভিনেত্রী শতাব্দী রায় সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অর্থ নিলেও তা এখনও ফেরত দেন নি। তেমন ইচ্ছেও তিনি প্রকাশ করেন নি।

No comments

Powered by Blogger.