আসছেন তৃতীয় ‘বুশ’

এর আগে মার্কিনিরা তো বটেই, সারা বিশ্বই দেখেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনিয়র এবং তার পুত্র জর্জ ডব্লিউ বুশ জুনিয়রের শাসনামল। তাদের বিশ্বনীতিও দেখেছে বিশ্ববাসী। এবার এ পরিবারের আরেক উত্তরাধিকারী গতকাল ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র ও ফার্স্টলেডি বারবারা বুশের দ্বিতীয় পুত্র ৬২ বছর বয়সী জেব বুশ ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর। জেবের পুরো নাম জন এলিস বুশ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের ছোট ভাই। ১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। পর্দার পেছনে থেকে তিনি তার রাজনৈতিক কৌশলগুলো রপ্ত করেছেন। রিপাবলিকান পার্টিতে নিজের সমর্থন বৃদ্ধি করেছেন এবং নির্বাচনে অংশ নিতে প্রচারণার জন্য বিশাল অঙ্কের যে অর্থ প্রয়োজন, তা সংগ্রহ করেছেন। রিপাবলিকান পার্টিতে অবশ্য এরই মধ্যে সিনেটর মার্কো রুবিও এবং প্রায় আধ ডজন গভর্নর ও সিনেট সদস্য রয়েছেন যারা তার আগেই স্থানটা একটু সুদৃঢ় করে নিয়েছেন। তবু বুশ-তনয় বলে কথা! নির্বাচনী প্রচারণায় এবং ভোটের ফলাফলে যদি ব্যাপক সাফল্য ধরা দেয়, তবে বুশ পরিবারই হবে প্রথম মার্কিন পরিবার, যে পরিবারের ৩ জন মার্কিন প্রেসিডেন্ট। জেব বুশের দাদা প্রেসকট বুশও ছিলেন সিনেট সদস্য। বংশগত পরম্পরার এদিক থেকে ভারতের নেহরু ও যুক্তরাষ্ট্রের কেনেডি পরিবারের চেয়ে এগিয়ে বুশ পরিবার। অবশ্য, পরিচয়ের দিক থেকে বেশ এগিয়ে থাকলেও, জেব বুশ এ কঠিন প্রতিযোগিতায় কতোদূর অগ্রসর হতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। এদিকে জনমত জরিপে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়েই রয়েছেন জেব বুশ। যদি হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে বুশ পরিবারের সমান সংখ্যক অর্থাৎ দু’ জন প্রেসিডেন্ট পাবে ক্লিনটন পরিবারও।

No comments

Powered by Blogger.