ছোট খবর

ঐতিহাসিক ছবি
স্পেনের একটি ছোট শহরে কিউবার বিপ্লবী নেতা চে গুয়েভারাকে হত্যার পরপরই তোলা বেশ কয়েকটি ঐতিহাসিক ছবির খোঁজ পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী ওই ছবিগুলো তুলেছিলেন। ১৯৬৭ সালের অক্টোবরে বলিভিয়ার এক সেনার গুলিতে চে গুয়েভারা নিহত হন। এর পরপরই আটটি সাদা-কালো ছবি তোলা হয়। ছবিতে দেখা যায়, নিহত চের মরদেহ একটি স্ট্রেচারে শোয়ানো এবং তার চোখ দুটো খোলা। মুখে ঘন কালো দাড়ি। খোলা বুক রক্ত ও ধুলাবালি মাখা। স্পেনের উত্তরাঞ্চলের রিক্লা শহরের কাউন্সিলর ইমানল আর্তিগার কাছে ছবিগুলো রয়েছে। তিনি তার চাচা লুই কার্তেরোর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ছবিগুলো পেয়েছেন। ্র১৯৬০’র দশকে লুই কার্তেরো বলিভিয়ার একটি মিশনারিতে কাজ করতেন। এএফপিওয়ারশকথা বলল লাশএক গর্ভবতী নারীর পেটে লাথি মারে তার স্বামী। এতে তিনি অজ্ঞান হয়ে যান। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিয়মানুযায়ী তাকে পাঠানো হয় লাশঘরে ময়নাতদন্তের জন্য। যথারীতি ডোম এসে সেই নারীর ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়। বুকে ছুরি বসানোর আগ মুহূর্তেই চলে যায় বিদ্যুৎ। রেখে দেয়া হয় কাজ। পরদিন সকালে ডোম এসে দেখেন ওই নারী অনেকগুলো লাশের পাশে বসে আছেন। কোলে তার ছোট শিশু! এই বিস্ময়কর ঘটনা ঘটেছে পোল্যান্ডে। মৃত ভেবে ৯১ বছর বয়সী নারী জেনিনা কলভিয়েজ রাখা হয় মর্গের হিমঘরে। বিবিসি

No comments

Powered by Blogger.