ইবোলা রোধে ব্যর্থ হলে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে

পশ্চিম আফ্রিকায় মহামারি আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে জোরালো ভূমিকা রাখতে জি২০ নেতাদের প্রতি শনিবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তারা এ কাজ করতে ব্যর্থ হলে সেখানে ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলেও জাতিসংঘ সতর্ক করেছে। ব্রিসবেনে জি২০ নেতাদের অংশগ্রহণে দুদিনব্যাপী শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়ে এ ভাইরাস মোকাবেলায় সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বান সাংবাদিকদের বলেন, এক এলাকায় ইবোলা সংক্রমণের হার কমলেও অন্যস্থানে বাড়তে দেখা যাচ্ছে। এ ভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। বান বলেন, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়াসহ ইবোলা ছড়িয়ে পড়া পশ্চিম আফ্রিকার দেশগুলোতে কৃষিপণ্য উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্য সংকটসহ পরোক্ষভাবে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

No comments

Powered by Blogger.