মার্টিন লুথারকে আত্মহত্যায় প্ররোচিত করেছিল এফবিআই

যুক্তরাষ্ট্রের মানবাধিকার আন্দোলনের পথিকৃৎ মার্টিন লুথার কিং’কে আত্মহত্যায় প্ররোচিত করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এ উদ্দেশে কিং’কে ‘আত্মহত্যার চিঠি’ পাঠিয়েছিল সংস্থাটি। সম্প্রতি ওই চিঠিটি জনসম্মুখে আসার বিষয়টি শনিবার প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। ‘আত্মহত্যার চিঠি’ (সুইসাইড লেটার) নামের ওই চিঠিতে কিং’কে ‘শয়তান’ ও ‘উন্মাদ জানোয়ার’ বলে গালিও দিয়েছিল এফবিআই। নিউইয়র্ক টাইমসে ওই চিঠিটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। চিঠির বিষয়টি আগেও আলোচিত হয়েছে। এই প্রথম চিঠিটি প্রকাশিত হল। ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ওই চিঠিটি লুথার কিং’কে পাঠানো হয়। চিঠিটি লিখেছিলেন এফবিআইয়ের তৎকালীন পরিচালক জে এডগার হুভারের ডেপুটি। এর আগে ইয়েল ইউনিভার্সিটির ইতিহাসবিদ বেভারলি গেজ প্রথম এই চিঠির সন্ধান দিয়েছিলেন। হুভারের ওপর লেখা একটি বই নিয়ে গবেষণা করার সময় চিঠিটির বিষয়ে জানতে পারেন গেজ।
গেজ জানান, চিঠির ভাষা থেকে এটাই প্রতীয়মান হয় যে, এফবিআই পরিচালক হুভার লুথারের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তাকে দমাতে চেয়েছিলেন। গেজ বলেন, ‘কিংয়ের যৌনজীবনকে পুঁজি করে হাইলাইট করতে চেয়েছিল এফবিআই।’ সংস্থাটি কিং’কে লিখেছিল, ‘এখন আপনার জন্য একটাই রাস্তা খোলা। জাতির কাছে আপনার অস্বাভাবিক ও প্রতারণামূলক নগ্ন চরিত্র ফাঁস করার আগেই আপনার কেটে পড়া উচিত।’প্রসঙ্গত, ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন মার্টিন লুথার কিং। টাইমস অব ইন্ডিয়া।

No comments

Powered by Blogger.