৫৬ ইঞ্চি বুকের পাটা কোথায় গেল?

সীমান্তে পাকিস্তানের গোলাগুলি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ক্ষেপেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী নির্বাচনে সুবিধা করতে মোদির বিরুদ্ধে কঠোর সমালোচনায় মেতেছেন তিনি। দেশের নিরাপত্তা টেনে এনে মোদিকে কটাক্ষ করে বলেন, আপনার ৫৬ ইঞ্চি বুকের পাটার কী হল? খবর এনডিটিভির।
বিহারে আগামী বছর অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া নীতিশ কুমার। এজন্য সম্পর্ক যাত্রা নামে এক জনসংযোগ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজ্যের গোপালগঞ্জ এলাকায় এক জনসভায় ভাষণ দেন নীতিশ। নীতিশ অভিযোগ করেন, সীমান্তে বারবার যুদ্ধবিরতির শর্ত লংঘন করছে পাকিস্তান। চীন থেকেও আকস্মিক হামলা চালানো হয় ভারতের ভূখণ্ডে। তিনি বলেন, সীমান্তে যা ঘটছে তা নিয়ে বিশ্ব আজ হাসাহাসি করছে। কী হল আপনার ৫৬ ইঞ্চি বুকের! আপনার বুকের প্রসারতা যদি সত্যিই ৫৬ ইঞ্চি হয়, তাহলে কিছু একটা করে দেখান। বিহারকে বিশেষ মর্যাদা দিন। তাহলে আমরাও বিশ্বাস করব আপনি কথা রেখেছেন। ক্ষমতায় আসার ১৫০ দিন পার হলেও কালো টাকা ফিরিয়ে আনতে না পারায় তিনি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বিহারকে ভুলে গেছেন। অথচ গত সাধারণ নির্বাচনে বিহারের ৪০টি আসনের ২২টিতে জিতেছে বিজেপি। এদিকে, ভারতের বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বন্ধ্যত্বকরণে নারীদের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। ছত্তিশগড়ে সরকার পরিচালিত বন্ধ্যাকরণ অপারেশন করতে গিয়ে ১৩ নারীর মৃত্যুর ঘটে।রাহুল বলেন, এটি কেবল অবহেলার মামলা নয়, এটি দুর্নীতির মামলা। নকল ওষুধের মামলা- যার দায় সরকারের ওপরই বর্তায়। মধ্য ছত্তিশগড়ের বিলাসপুর জেলার টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে রাহুল গান্ধী বলেন, প্রথমেই যে কাজটি করতে হবে তা হল- এখানে যা ঘটেছে তার একটি পূর্ণাঙ্গ তদন্ত করা।

No comments

Powered by Blogger.