ওবামার যুদ্ধে অর্থ ঢালবে না কংগ্রেস

ইরাক-সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান যুদ্ধকে কেন্দ্র করে দ্বন্দ্বে^ জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস ও প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হোয়াইট হাউস। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই যুদ্ধে অর্থের অনুমোদন দিতে আপত্তি করছে কংগ্রেস।
মাস তিনেক আগে ইরাক-সিরিয়ার যুদ্ধে অনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন পর্যন্ত মার্কিন কংগ্রেস যুদ্ধক্ষেত্রে দেশটির সেনাবাহিনী ব্যবহারের কোনো নীতিগত অনুমোদন দেয়নি। অর্থাৎ পার্লামেন্টের অনুমোদন ছাড়াই ইরাক-সিরিয়ায় লড়াই চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধ চালানোর জন্য মার্কিন কংগ্রেস বরাবর ৫০০ কোটি ডলারের বাজেট চেয়েছে দেশটির হোয়াইট হাউস। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিতে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে কংগ্রেস। ধারণা করা হচ্ছে, বর্তমান কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার যুদ্ধে তারা অর্থ দিয়ে শামিল হতে চাইছেন না। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি নিষ্পত্তি করার আগে যুদ্ধের অনুমোদন প্রসঙ্গে ওবামাকে আলোচনায় বসতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকে বহির্দেশে অপারেশন পরিচালনা করার জন্য।যাকে দেশটির প্রশাসনিক ভাষায় বলা হয়, ওভারসিজ কনটিনজেন্সি অপারেশনস (ওসিও) অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে বাৎসরিক বাজেট হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রতি বছর অর্থ বরাদ্দ দেয়া হয়। কিন্তু চলতি বছরে হোয়াইট হাউসের পক্ষ থেকে নতুন করে ৫০০ কোটি ডলার বরাদ্দ চাওয়ায় ডেমোক্রেট এবং রিপাবলিকান সিনেটরদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইয়াহু নিউজ।

No comments

Powered by Blogger.