উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার

সরকারি চাকুরিতে নিয়োগ এবং নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তোপের মুখে পড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। ক্ষমতাসীন আওয়ামী লীগেরই এক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে একথা জানিয়েছেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সভায় এসব মন্তব্য করেন। ঢাকায় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তার এই মন্তব্যে আওয়ামী লীগে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। দলের পার্লামেন্টারি পার্টির এক সভায় এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে একজন দর্শক প্রধানমন্ত্রীর উপদেষ্টার এই বিতর্কিত মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করেন। তিনি জানতে চান ছাত্রলীগ কর্মীদের চাকরি দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যে কথা বলেছেন, তার ফলে যারা ছাত্রলীগ করেনা তারা কি সরকারি চাকরি পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়তে পারেন ? জবাবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস স্বীকার করেন এইচ টি ইমামের মন্তব্যে সরকারের উচ্চমহলেও প্রতিক্রিয়া হয়েছে। তিনি বলেন, “এইচ টি ইমাম সাহেবের বক্তব্যের একটা প্রতিক্রিয়া শুধু আমাদের মধ্যেই নয়, সরকারের মধ্যেও হয়েছে।” সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবে বলে তিনি ইঙ্গিত দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন এইচ টি ইমামের বক্তব্যে মেধাবীরা হতাশাগ্রস্ত হয়ে পড়বে। তার বক্তব্য প্রমাণ করেছে সরকারি চাকরি ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবেনা, তদবিরই অগ্রাধিকার পাবে। আর তাই সরকার মিস্টার ইমামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে সবাই খুশি হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “দেখা যাচ্ছে এই উপদেষ্টাই সারা দেশ থেকে দলীয় তদবির নিয়ে বিভিন্ন বোর্ডকে সরবরাহ করবে এবং বোর্ড সেটা বিবেচনা করতে বাধ্য হবে। ২০০৮ সাল থেকে এটা ঘটছে। একটা গুঞ্জন ছিল। এরপর দেখা যাবে ছাত্রলীগ যুবলীগের যারা বিসিএস দিবে তারাই কোচিং সেন্টার নিয়ন্ত্রণ করবে এবং সেই কোচিং সেন্টার বিসিএসের প্রশ্ন ফাঁস করবে। একজন দর্শক বলেন, “উপদেষ্টার উচিত ছিল সব শিক্ষার্থীর কথা চিন্তা করা”। আরেকজন বলেন, “উনি ছাত্রলীগ কর্মীদের উৎসাহিত করতে, তালি পেতে এ ধরনের মন্তব্য করেছেন”।

No comments

Powered by Blogger.