আফগানিস্তানের গুরুত্বপূর্ণ স্তম্ভ পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তান শনিবার অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচনার অঙ্গীকার করেছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার প্রথম বিদেশ সফরে ইসলামাবাদ পৌঁছান। তবে কর্মকর্তার এর একদিন আগেই ইসলামাবাদের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন।এ সফর প্রসঙ্গে ঘানি বলেন, ‘তিন দিনের সফরে ১৩ বছরের বিরোধ ঘুচে গেছে।’ পাকিস্তান সফর শেষে রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট এসব কথা বলেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, পাকিস্তান তার দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ স্তম্ভ’। এ ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা করেন, মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জ্বালানি এবং বাণিজ্য প্রকল্প এবং তুর্কেমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মধ্যকার প্রকল্প কাবুল-ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে। তার সরকার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আফগানিস্তান সফরের বিষয়ে পদেক্ষপ নেবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, দু’দেশই মনে করে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার ওপর ভিত্তি করে মজবুত সম্পর্ক তৈরি করা দরকার।তবে এ ক্ষেত্রে সন্ত্রাসবাদ, নিরাপত্তা, পরিবেশ ও আন্তঃদেশীয় অপরাধের মতো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ, উন্নত ও ঐক্যবদ্ধ আফগানিস্তানই হচ্ছে পাকিস্তানের মৌলিক স্বার্থ এবং এ ক্ষেত্রে ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে। নওয়াজ শরিফ বলেন, আফগানরাই আফগানিস্তান শাসন করবেন এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় তার দেশ সর্বাত্মক সহযোগিতা দেবে।

No comments

Powered by Blogger.