ভারতের মানচিত্র থেকে কাশ্মীর উধাও!

ভারতের মানচিত্র থেকে উধাও হয়ে গেছে কাশ্মীর! কাশ্মীর এখন আর সার্বভৌম ভারতের অংশ নয়! দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে প্রদর্শিত অস্ট্রেলিয়ার ডিজিটাল মানচিত্রে এমনটাই দেখা গেছে। এই অবাস্তব, বিব্রতকর, অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে এমনটি স্বপ্নেও ভাবেননি কট্টর ধর্মীয় জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী দলের এই নেতা। শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কিউইউটি) একটি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। সেখানে ভারতের ডিজিটাল মানচিত্র প্রদর্শন করা হয়। আর এতেই প্রতিভাত হয় অনাসৃষ্টি। প্রদর্শিত মানচিত্রে কাশ্মীর দেখানো হয়নি।
অথচ কাশ্মীরের বেশিরভাগ অংশই সার্বভৌম ভারতের অংশ। এই ভুল মানচিত্র প্রদর্শনের জন্য কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কঠোর প্রতিবাদ করেছেন মোদির সফরসঙ্গী ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং। এ খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি অনলাইনে ছড়িয়ে পড়ে এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবারুদ্দিন বলেন, ভুল মানচিত্র প্রদর্শনের জন্য কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়েছে। তারা এজন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।এক টুইটার পোস্টে আকবারুদ্দিন লিখেছেন, ইয়েস! তাৎক্ষণিকভাবেই এটার প্রতিবাদ করা হয়েছে। কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নরেন্দ্র মোদি এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন।তিন স্বাধীনতাকামীকে বন্দুকযুদ্ধে হত্যাভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন বেসামরিক ব্যক্তি রয়েছে বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে কাশ্মীরের দক্ষিণে কুলগাম জেলার চেনিগাম গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের ভয়াবহ গুলিবিনিময় হয় এবং তা সারা রাত ধরে চলে। ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের মহাপরিদর্শক নলিন প্রভাত এ কথা জানান।তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধে দুজন স্বাধীনতাকামী এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

No comments

Powered by Blogger.