ইরাকে আরো ১৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে সাহায্য করার জন্য দেশটিতে আরো অতিরিক্ত ১৫০০ মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের এই তথ্য জানিয়েছে। খবর:বিবিসির।
পেন্টাগন বলেছে, এসব সৈন্যরা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা করবে। ইরাকি সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরে ওবামা এই সেনা পাঠানো হচ্ছে।
বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, নতুন করে পাঠানো এই সেনাদলে সামরিক বিভিন্ন ক্ষেত্রে পারদর্শীদের পাঠানো হচ্ছে। তারা দেশটির নবম ইরাকি আর্মি এবং কুর্দি পিসমিরগা ব্রিগেডের তিনটি দলকে প্রশিণ দেবে।
আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার একটি বিরাট অংশ দখল করে নেওয়ার পর গত আগস্ট থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী সেখানে বিমান হামলা পরিচালনা করে আসছে।

No comments

Powered by Blogger.