কৌঁসুলি লরেটা লিঞ্চকে এর্টনি জেনারেল নিয়োগের পরিকল্পনা ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কের অভিজ্ঞ কৌঁসুলি লরেটা লিঞ্চকে এর্টনি জেনারেল হিসেবে মনোনিত করার পরিকল্পনা করেছেন। ওবামার এ মনোনয়ন সিনেটে অনুমোদিত হলে তিনি এরিক হোল্ডারের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া তিনি হবেন এ পদে নিয়োগ পাওয়া প্রথম আফ্রিকান আমেরিকান নারী। শুক্রবার হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ওবামা আজ শনিবার তার এ মনোনয়নের ঘোষণা দেবেন।
এদিকে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে সিনেট রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় লিঞ্চের অনুমোদন পেতে ওবামাকে বেগ পেতে হবে। তবে আশার কথা তিনি ওবামার একান্ত ঘনিষ্ঠজনদের কেউ নন। ফলে সিনেটের অনুমোদন তিনি পেলেও পেতে পারেন।
সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাক কনেল বলেন, সিনেটে মিজ লিঞ্চকে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে। নতুন কংগ্রেসে তার মনোনায়ন স্বাভাবিক নিয়মেই বিবেচিত হবে।

No comments

Powered by Blogger.