ভারতে ২০ কোটি নববধূর বেনারসি প্রয়োজন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেনারসি শাড়ির বিক্রি বৃদ্ধির জন্য তাঁতী ও ব্যবসায়ীদের পরামর্শ দিলেন। বারাণসী মোদির নিজের নির্বাচনী এলাকা। সেখানকার উন্নয়নের জন্য তিনি বেনারসি শাড়ি ব্যবহার করতে চাইছেন। বাজার চাহিদার কথা বলতে গিয়ে মোদি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলা ২০ কোটি মেয়ের জন্য ২০ কোটি বেনারসি শাড়ি প্রয়োজন হবে। এ চাহিদা মেটাতে ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বেনারসি শাড়ির বাজার সম্প্রসারিত করতে ই-কমার্স ব্যবহার করে বিশ্ববাজারে ভোক্তা বৃদ্ধির আহ্বান জানিয়ে মোদি বলেন, এ কাজে সফল হতে কারখানাগুলো সংস্কার করতে হবে। তাঁতীদের উদ্দেশে মোদি বলেন, সব মা-ই তার মেয়ের বিয়েতে অন্তত একটি বেনারসি শাড়ি চান... আগামী কয়েক বছরের মধ্যে ২০ কোটি মেয়ের বিয়ে হবে। এনডিটিভি

No comments

Powered by Blogger.