‘আমি কিছু জানি না’ -আইনমন্ত্রী

জামায়াত নেতা কামারুজ্জামানের দন্ড মওকুফের জন্য প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার সাতদিনের (৭ কার্যদিবস) সময় শেষ হচ্ছে রোববার। শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। সাতদিন শেষ হলে রায় কার্যকর হবে কি-না? এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি কিছু জানি না। তিনি বলেন, যে রায় আছে তার ওপরে তো আমাদের ব্যবস্থা নিতে হবে। জেল কোডের ৯৯১ বিধি মোতাবেক রায় জানার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসামিকে সাত দিনের সময় দিতে হয়। সেটা তাকে দেয়া হয়েছে। গত ৩রা নভেম্বর জামায়াত নেতা কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছিলেন, চূড়ান্ত রায়ের বিস্তারিত কপি হাতে পেলে তারা রিভিউ আবেদন করবেন এবং এরপরে কামারুজ্জামান সিদ্ধান্ত নেবেন যে  তিনি প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা।

No comments

Powered by Blogger.