সন্দেহভাজন সাজিদের ভাই মনোয়ার গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামি শেখ রহমতুল্লাহ সাজিদের ভাই মনোয়ার হোসেন মনাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নারায়ণগঞ্জের ফরাজীকান্দা থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন। ভাইয়ের জঙ্গি কর্মকান্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই মনাকে আটক করেছেন তারা। গত শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সাজিদ ও জিয়াউল হক নামের আরেক জনকে গ্রেপ্তার করে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। সাজিদকে ইতিমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন এনআইএ’র গোয়েন্দারা। তারা বলছেন, ইন্ডিয়ান মুজাহিদীন ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গে একটি জঙ্গি ঘাঁটি গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে জেএমবি। এর অংশ হিসেবে মুর্শিদাবাদের একটি মাদরাসাকে ঘিরে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল সাজিদ। গত ২রা অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দু’জন নিহত হওয়ার পর ভারতে তার তদন্তে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। যে বাড়িতে বিস্ফোরণ ঘটে, সেখান থেকে দুই নারীকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এলাকাবাসী জানিয়েছেন, শীর্ষ জঙ্গি নেতা মাসুদ রানা সাজিদ ওরফে মাসুম ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট। মাত্র দেড় বছর বয়সে সাজিদের পিতা সিদ্দিক মিয়া ওরফে পঁচা মিয়া মৃত্যুবরণ করেন। সাজিদের বড় ভাই মনা বন্দর এলাকায় একটি ওয়েলডিং দোকান দিয়ে মিস্ত্রির কাজ করতেন। কাইয়ুম ও মনা বর্তমানে ফরাজীকান্দা এলাকার পৈতৃক বাড়িতে বসবাস করেন। ৪ বোনের মধ্যে ৩ জনের বিয়ে হয় ঢাকায় ও ১ বোনের বিয়ে হয় বন্দর থানার কলাগাছিয়া এলাকায়। এলাকাবাসী জানায়, বাবা মারা যাওয়ার পর ছোট বেলায় সাজিদকে মাদরাসায় দিয়ে দেয়ার ফলে পরিবারের সঙ্গে সে খুবই স্বল্প সময় কাটায়।

No comments

Powered by Blogger.