ইরাকে আইএসের শীর্ষ কমান্ডার নিহত!

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ কমান্ডার আবু হুদাইফা আল ইয়েমেনি নিহত হয়েছেন। সোমবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ফাল্লুজা শহরের কাছাকাছি একটি এলাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন। নিহত ইয়েমেনি আইএসের নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ইয়েমেনি বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী কিনা এবং তিনি নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও ইয়েমেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি।
ইরাকে প্রথম ব্রিটিশ ড্রোন হামলা : ইসলামিক স্টেট (আইএস) দমনে ইরাকে প্রথমবারের মতো ড্রোন হামলা করল যুক্তরাজ্য। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের আওতায় ইরাকে এর আগেই বিমান হামলা করেছে যুক্তরাজ্য। তবে ড্রোন হামলার ঘটনা এই প্রথম। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, সপ্তাহের শেষদিনে (রোববার) ইরাকের তেলসমৃদ্ধ শহর বেইজিতে ড্রোন হামলা চালায় রয়্যাল এয়ারফোর্স (আরএএফ)।

No comments

Powered by Blogger.