ছুটির দিনেও অফিস করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভার সদস্যদের অপ্রয়োজনীয় বিদেশ সফর ও অবকাশ যাপনের চিন্তা বাদ দিয়ে জনগণের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন। নতুন ২১ সদস্যের শপথের একদিন পর তিনি মন্ত্রীদের আচরণবিধি বই সরবরাহ করেন। মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আগামী মাসে অনুষ্ঠিতব্য পার্লামেন্টের শীতকালীন অধিবেশন নিয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। ওই অধিবেশনকে অর্থবহ করা, যেসব বিল স্থগিত রয়েছে, সেগুলো দ্রুত পাস করানো ও নতুন বিলের ব্যাপারে পরামর্শ দেন তিনি। মোদি বলেন, ঘন ঘন ছুটির চিন্তা ও বিদেশে অবকাশ যাপনের আকাক্সক্ষা ঝেড়ে ফেলতে হবে। এমনকি সরকারি ছুটির দিনেও কাজ করার মানসিকতা থাকতে হবে। জনগণের সেবার জন্য সর্বদাই প্রস্তুত থাকার আহ্বান করেন তিনি।
ক্ষমতায় আসার বিগত ছয় মাসে নরেন্দ্র মোদি বিভিন্ন উৎসব ও সরকারি ছুটির দিনেও অফিস করেছেন। সাপ্তাহিক ছুটি রোববারেও তিনি সরকারি কাজকর্ম সম্পাদন করেছেন। মন্ত্রীদের উদ্দেশে মোদি বলেন, শীতকালের মাসব্যাপী অধিবেশন যাতে ফলপ্রসূ হয় সে জন্য সবাই প্রস্তুতি নিন। অনেক বিল দীর্ঘদিন ধরে পড়ে আছে। এগুলো দ্রুত পাস করানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ নতুন কিছু বিল এই সেশনেই পাস করাতে হবে। পার্লামেন্টে বিল উপস্থাপনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি নির্দেশনা মেনে চলা ও জুনিয়র মন্ত্রী-কর্মকর্তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সিনিয়রদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন মোদি।

No comments

Powered by Blogger.