চালু হল গুগল বাস

কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের দক্ষতা বাড়াতে কাজ শুরু করেছে গুগল। এজন্য চালু হয়েছে গুগল বাস। এটি দেশের ৩৫টি জেলায় আগামী এক বছর এ সেবা দিয়ে যাবে। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুগল বাসের উদ্বোধন করা হয়। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় গুগল এই উদ্যোগ হাতে নিয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত সময়ে ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োাজন করবে গুগল। বাসেই থাকবে সব আয়োজন। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমারজিং মার্কেটের কান্ট্রি ম্যানেজার জেনস ম্যাকক্লুর উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.