‘ধর্মযুদ্ধ’ উস্কে দিচ্ছে ইসরাইল: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ এনে বলেছেন, ইসরাইল ‘ধর্মযুদ্ধ’ উস্কে দিচ্ছে। ইসরাইল অধিকৃত জেরুজালেমে অবস্থিত মুসলমানদের একটি পবিত্র স্থানে ইহুদিদের প্রবেশাধিকার থাকায় তা ধর্মযুদ্ধের ইন্ধন দিচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিরা প্রবেশ করতে পারলেও, সেখানে প্রার্থনার অনুমতি নেই তাদের। কিন্তু, সম্প্রতি পবিত্র এ স্থানটিতে ইহুদি ধর্মাবলম্বীরা অনেক বেশি সংখ্যায় আসতে শুরু করায়, সাইটটিতে নিজেদের দখল প্রতিষ্ঠায় ইসরাইল চক্রান্ত করছে বলে আশঙ্কা করছে ফিলিস্তিন। গতকাল পশ্চিম তীরের রামাল্লায় প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। তিনি বলেন, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদি ধর্মাবলম্বীদের যাওয়া উস্কানিমূলক। তিনি আরও বলেন, ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমানরা ওই স্থানের পবিত্রতা রক্ষা করবে। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন, যখন পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের কাছে সহিংসতার সময় ফিলিস্তিনের ২১ বছর বয়সী তরুণ এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

No comments

Powered by Blogger.