ব্রিটেনে অভিবাসন নীতিতে নতুন শর্ত

ব্রিটেনে ইউরোপীয় অভিবাসীদের নাগরিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন বিধি আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার এক বক্তব্যের মাধ্যমে তিনি একথা জানিয়েছেন। ক্যামেরন বলেন, অভিবাসীদের নাগরিক এবং বসবাসের সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে ন্যূনতম চার বছর অপেক্ষা করতে হবে।
তার এ দাবিকেই তিনি ‘আবশ্যিক করণীয়’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, কেবল এই দাবিকে মানার ওপরই নির্ভর করবে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা। বৃহস্পতিবার ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জুন পর্যন্ত ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রিটেনে মাইগ্রেশনের হার দুই লাখ ৬০ হাজার- যা গত বছরের তুলনায় প্রায় ৭৮ হাজার বেশি। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই ক্যামেরন এর সমালোচনা করে এমন নিয়ম চালুর কথা বলছেন এবং তিনি আশা করছেন এর মাধ্যমে মাইগ্রেশনের হার এক লাখে নামিয়ে আনা সম্ভব হবে। তবে ব্রিটেনের জাতীয় নির্বাচনের ছয় মাস আগে তার এমন বক্তব্যে ভোটাররা হতাশ হবেন বলেই মন্তব্য করেছেন অনেকে। উল্লেখ্য, ২০১১ সালে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, তিনি দেশটিতে ইউরোপীয় অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে চান।

No comments

Powered by Blogger.