ফিনল্যান্ডে হাতের লেখা বিলুপ্ত!

আগামী বছর থেকে ফিনল্যান্ডের স্কুলগুলোতে ছেলেমেয়েদের আর হাতে লিখতে হবে না, হাতে লেখা শেখানোও হবে না। এর পরিবর্তে তাদের টাইপিং শেখানো হবে। ফিনল্যান্ডের স্যাভন স্যানোমাট পত্রিকার বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি। ফিনল্যান্ডের ন্যাশনাল বোর্ড অব এডুকেশনের মিনা হারম্যানেন জানিয়েছেন, টাইপিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। নিত্যদিনের কাজে এটা দরকার হয়। এজন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্বীকার করেন, হাতের লেখা তুলে দিয়ে পুরোপুরি টাইপিং-এ চলে যাওয়াটা একটা বিরাট পরিবর্তন।
তবে এর ভালো-মন্দ নিয়ে ফিনল্যান্ডে ব্যাপক বিতর্ক চলছে। অনেকে মনে করেন, হাতের লেখা চর্চার মাধ্যমে শিশুদের ফাইন মটর স্কিল এবং বুদ্ধির বিকাশ ঘটে। কেউ কেউ হাতের লেখার পরিবর্তে এজন্যে নানা ধরনের হস্তশিল্প এবং ড্রয়িং শেখানোর পরামর্শ দিচ্ছেন।

No comments

Powered by Blogger.