নতুন দল গঠনের ঘোষণা নাজমুল হুদার

আবারও নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তার নতুন দলের নাম বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি)। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে নতুন জোট গঠনেরও ঘোষণা দেন। গতকাল সকালে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের আইনি চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশে এখন দু’টি বৃহৎ রাজনৈতিক জোট রয়েছে। এদের একটি ২০ দলীয় জোট- যার চালিকা শক্তি বিএনপি। আরেকটি হচ্ছে মহাজোট- যার চালিকা শক্তি আওয়ামী লীগ। তৃতীয় জোট হিসেবে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স। এই তৃতীয় জোটের চালিকাশক্তি হিসেবে কাজ করবে বিএমপি। তবে কোন কোন দলের সমন্বয়ে নতুন জোট গঠন করবেন তা প্রকাশ করেননি। উল্লেখ্য, বিএনপি থেকে বেরিয়ে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে একটি দল গঠন করেছিলেন। পরে নিজের গড়া ওই দল থেকে তাকেই বহিষ্কার করা হয়।

No comments

Powered by Blogger.