রেকর্ড ভাঙার খেলা

২০১৩ সালকে বলিউড ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল বছর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। চার বছর ধরে অক্ষুণ্ন থাকা 'থ্রি ইডিয়টস'-এর রেকর্ড গত বছর ভেঙে দিয়েছে 'চেন্নাই এক্সপ্রেস'। সেই রেকর্ড দুই মাসের মাথায় ভেঙে দিয়েছে 'কৃষ থ্রি'। আর 'ধুম থ্রি' একের পর এক রেকর্ড ভেঙে এবার সর্বকালের ব্যবসাসফল হিন্দি ছবির রেকর্ড গড়ার পথে। গত বছর দর্শক বিভিন্ন স্বাদের ছবিকে গ্রহণ করেছেন। মসলাধর্মী ছবির বেশির ভাগই মুখ থুবড়ে পড়েছে। ৮টি ছবি ১০০ কোটি রুপির ওপর এবং ৩টি ছবি ২০০ কোটির ওপর আয় করেছে। গত বছরই তৈরি হয়েছে নাচ নিয়ে প্রথম ত্রিমাত্রিক ছবি [এবিসিডি], আইম্যাক্সে প্রথম হিন্দি ছবি [ধুম থ্রি], চার পরিচালক অনুরাগ কশ্যাপ, করণ জোহর, জোয়া আখতার, দিবাকর ব্যানার্জি হিন্দি ছবির শতবর্ষ উপলক্ষে নির্মাণ করেছেন 'বোম্বে টকিজ'। লিখেছেন রুম্মান রশীদ খান
শ্রেষ্ঠ তালিকা [জনপ্রিয়]
চলচ্চিত্র : ভাগ মিলখা ভাগ
পরিচালক : রাকেশ ওমপ্রকাশ মেহরা [ভাগ মিলখা ভাগ]
প্রযোজক: যশরাজ ফিল্মস [ধুম থ্রি, শুধ্ দেশি রোমান্স]
কাহিনী : সমীর গৌতম সিং [শহীদ]
চিত্রনাট্য : অভিষেক কাপুর, চেতন ভগত [কাই পো ছে]
সংলাপ : জয়দীপ সাহনী [শুধ্ দেশি রোমান্স]
অভিনেতা : ফারহান আখতার [ভাগ মিলখা ভাগ]
অভিনেত্রী : দীপিকা পাড়ূকোন [গোলিও কি রাসলীলা-রামলীলা, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, 'রেস টু', চেন্নাই এক্সপ্রেস]
পার্শ্ব-অভিনেতা : রাজকুমার যাদব [কাই পো ছে, শহীদ]
পার্শ্ব-অভিনেত্রী : দিব্যা দত্ত [স্পেশাল ছাবি্বশ, ভাগ মিলখা ভাগ, গিপ্পি, লুটেরা]
অভিনেতা [খল চরিত্র] : জন আব্রাহাম [রেস টু, শুটআউট অ্যাট ওয়াদালা]
অভিনেত্রী [খল চরিত্র] : কঙ্গনা রনৌত [কৃষ থ্রি]
অভিনেতা [কৌতুক চরিত্র] : রিতেশ দেশমুখ, আফতাব, বিবেক ওবেরয় [গ্র্যান্ড মাস্তি]
সঙ্গীত পরিচালক : প্রীতম [ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, আর রাজকুমার, ধুম থ্রি, রেস টু]
আলোচিত সুরকার : মিথুন-জিৎ গাঙ্গুলি [আশিকি টু], সঞ্জয় লীলা বানসালি [গোলিও কি রাসলীলা-রামলীলা]
গীতিকার : ইরশাদ কামিল [তুম হি হো-আশিকি টু, তুম তাক-রানঝানা]
গায়ক : অরিজিত সিং [তুম হি হো-আশিকি টু]
গায়িকা : চিন্ময়ী [তিতলি-চেন্নাই এক্সপ্রেস] ও মোনালি ঠাকুর [সাওয়ার লু_লুটেরা]
নৃত্য পরিচালক : বৈভবী মার্চেন্ট [মালাঙ-ধুম থ্রি]
অতিথি শিল্পী : মাধুরী দীক্ষিত [ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি] ও প্রিয়াঙ্কা চোপড়া [গোলিও কি রাসলীলা-রামলীলা]
জুটি : আদিত্য রায় কাপুর-শ্রদ্ধা কাপুর [আশিকি টু]
নবাগত অভিনেতা : সুশান্ত সিং রাজপুত [কাই পো ছে, শুধ্ দেশি রোমান্স]
নবাগত অভিনেত্রী : বাণী কাপুর [শুধ্ দেশি রোমান্স]
নবাগত পরিচালক : রিতেশ বাত্রা [দ্য লাঞ্চবক্স]
নবাগত পুরুষ কণ্ঠশিল্পী : সিদ্ধার্থ মহাদেবা [জিন্দা-ভাগ মিলখা ভাগ, মালাঙ-ধুম থ্রি]
নবাগত নারী কণ্ঠশিল্পী : ভূমি ত্রিবেদী [রাম চাহে লীলা-গোলিও কি রাসলীলা-রামলীলা]
শ্রেষ্ঠ তালিকা [সমালোচক]
চলচ্চিত্র : দ্য লাঞ্চবক্স
পরিচালক : হানসাল মেহতা [শহীদ]
অভিনেতা : ইরফান খান [দ্য লাঞ্চবক্স] ও ধানুশ [রানঝানা]
অভিনেত্রী : নাম্রিত কৌর [দ্য লাঞ্চবক্স], সোনাক্ষী সিনহা [লুটেরা], সোনম কাপুর [রানঝানা]।
ব্যবসাসফল অন্যান্য ছবি
'আর...রাজকুমার', 'রানঝানা', 'শুটআউট অ্যাট ওয়াদালা', 'শুধ্ দেশি রোমান্স', 'এবিসিডি', 'কাই পো ছে', 'সত্যগ্রহ', 'মাদ্রাজ ক্যাফে', 'চাশমে বাদ্দুর', 'ফুকরে', 'জলি এলএলবি', 'মার্ডার থ্রি', 'লুটেরা', 'সাহেব বিবি ঔর গ্যাংস্টার রিটার্নস', 'কমান্ডো-এ ওয়ান ম্যান জানির্', 'দ্য লাঞ্চবক্স', 'মেরে ড্যাড কি মারুতি', 'বিএ পাস', 'গিপ্পি' প্রযোজকের মুখে হাসি ফুটিয়েছে।

No comments

Powered by Blogger.