যুক্তরাষ্ট্রকে কিমের হুঁশিয়ারি

উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, কোরিয়া উপদ্বীপে যুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্রও নিরাপদ থাকতে পারবে না। বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন। তিনি এ মহড়াকে যুদ্ধপূর্বকালীন প্রস্তুতির অংশ বলে মনে করছেন বলেও মন্তব্য করেন। যুদ্ধ বাধলে তা ব্যাপক পারমাণবিক বিপর্যয় ডেকে আনবে বলেও সতর্ক করেন তিনি। খবর আলজাজিরা ও এএফপির। নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'এখানে যদি আবারও যুদ্ধের ঘণ্টা বেজে ওঠে, তাহলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কেউই নিরাপদে থাকতে পারবে না।' তিনি বলেন, 'আমরা এমন এক পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, সামান্য একটি সামরিক তৎপরতা সর্বাত্মক যুদ্ধের সূচনা করতে পারে।' 'ফুফাকে ফাঁসিতে দেওয়া সঠিক' : গত মাসে নিজের ফুফাকে ফাঁসিতে ঝোলানোর ব্যাপারটাকে 'সঠিক ও সময়োচিত' হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বাবার আপন ভগি্নপতি একদা দারুণ প্রভাবশালী নেতা চ্যাং সং থায়েককে ফাঁসিতে ঝোলানোর দুই সপ্তাহেরও বেশি সময় পর এই প্রথম জনসমক্ষে মুখ খুললেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, 'এই দৃঢ় সংকল্প আমাদের জাতীয় ঐক্যকে সুসংহত করবে।'

No comments

Powered by Blogger.