কানাডায় ট্রেন বিস্ফোরণ-মৃতের সংখ্যা বেড়ে ৫০

কানাডায় তেলবাহী ট্রেন বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৩০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এর আগে সেখানে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। গত শনিবার সকালে মন্ট্রিল শহর থেকে ২৫০ কিলোমিটার পূর্বে ল্যাক মেগানটিক শহরে ওই দুর্ঘটনা ঘটে।
বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা মিশেল ফরগেট বলেন, 'বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিরা খুব সম্ভবত আর বেঁচে নেই। অত্যন্ত দুঃখজনক যে, আমাকে এ ধরনের খবর দিতে হচ্ছে।' পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মৃতদেহগুলো এরই মধ্যে তাঁদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের ডিএনএ নমুনা জমা দিতে আহবান জানানো হয়েছে।
সরকারিভাবে এখনো নিখোঁজদের কোনো তালিকা প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসরকারিভাবে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
ক্রু বদলের জন্য তেলবাহী ট্রেনটি গত শনিবার মেগানটিক শহরের কাছেই একটি গ্রামে দাঁড়িয়ে ছিল।
সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.