বোস্টন ম্যারাথনে হামলা-অভিযোগ অস্বীকার করলেন জোখার

বোস্টন ম্যারাথনে হামলার অভিযোগে আটক জোখার সারনায়েভ (১৯) তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারসহ মোট ৩০টি অভিযোগ আনা হয় জোখারের বিরুদ্ধে।
এর মধ্যে এমন ১৭টি অভিযোগ রয়েছে, যা প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
গত বুধবার বোস্টন ফেডারেল কোর্টে হাজির করা হয় জোখারকে। এ সময় তাঁর পরনে ছিল কমলা রঙের কয়েদি পোশাক। গত তিন মাসের মধ্যে এই প্রথম জনসমক্ষে আনা হলো তাঁকে। সরকারি কৌঁসুলি তাঁর বিরুদ্ধে আনা ৩০টি অভিযোগ পড়ে শোনান। পরে জোখারের মত জানতে চাওয়া হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় আদালতে হামলার শিকারদের স্বজন এবং জোখারের দুই বোন উপস্থিত ছিলেন। জোখারের দুই বোনও তাঁদের ভাইকে নির্দোষ বলে দাবি করেন। গত ১৫ এপ্রিল বোস্টনে ম্যারাথনে হামলায় শিশুসহ তিনজন মারা যায়, আহত হয় ২৬০ জনের বেশি। সূত্র : গার্ডিয়ান।

No comments

Powered by Blogger.