অন্য দিগন্ত সপ্তসিন্ধু

মহসিন হামিদ-এর নতুন উপন্যাস
রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট উপন্যাসটি লিখে নাম কুড়িয়েছেন পাকিস্তানি লেখক মহসিন হামিদ (জন্ম ১৯৭১) বছর ছয়েক আগে।
এবার প্রকাশিত হলো হাউ টু গেট ফিলদি রিচ ইন রাইজিং এশিয়া শিরোনামের উপন্যাসটি। রুজি-রোজগারের প্রত্যাশায় গ্রাম ছেড়ে শহরে আসা নামহীন কয়েকটি চরিত্রের জীবনকাহিনির সূত্র ধরে দানা বেঁধেছে এ উপন্যাসের কাহন। প্রকাশক নিউইয়র্কের রিভারহেড।
সূত্র: নিউইয়র্ক টাইমস

এবার ‘বিফোর মিডনাইট’
ইউরোট্রেনের মধ্যে দেখা সেলিন আর জেসের। কথায় কথা বাড়ে। ট্রেন ভিয়েনা স্টেশনে পৌঁছায়। খেয়ালি এ তরুণ যুগল নেমে পড়ে। চষে বেড়ায় ভিয়েনা। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বিফোর সানরাইজ চলচ্চিত্রটির কথা নিশ্চয় মনে আছে অনেকের। ওদের আবার দেখা যায় প্যারিসে, ২০০৫ সালে, বিফোর সানসেট-এ। রিচার্ড লিংকলেটার-এর পরিচালনায় এবং জুলি ডেলপি ও এথান হক অভিনীত দর্শকপ্রিয় এ সিরিজের তৃতীয় কিস্তি বিফোর মিডনাইট সম্প্রতি মুক্তি পেয়েছে। সূত্র: স্ক্রিন ইন্টারন্যাশনাল

নিখিল চোপড়ার শিল্পবিপ্লব
বিলেতের ম্যানচেস্টারে চলছে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। ৬৫ ঘণ্টার উপস্থাপনা ‘কোল অন কটন’ সে উৎসবের একটি মূল আকর্ষণ। চারকোলের ড্রয়িং আর সঙ্গে পারফরম্যান্স। কাপড়ের মিলের শ্রমিকদের বেশে ৬৫ ঘণ্টা ধরে আঁকলেন কলকাতার শিল্পী নিখিল চোপড়া। মুম্বাই আর ম্যানচেস্টারের মধ্যে সংযোগ স্থাপন করলেন, শিল্পবিপ্লব যার যোগসূত্র। সূত্র: দ্য গার্ডিয়ান
 রফিক-উম-মুনীর চৌধুরী

No comments

Powered by Blogger.