দুর্লভ ফুল!

বেলজিয়ামের ন্যাশনাল বোটানিক গার্ডেনে ফুলপ্রেমীদের ভিড় জমেছে। সেখানে সবার আকর্ষণ একটি বিরল প্রজাতির ফুলকে (কর্পস ফ্লাওয়ার) ঘিরে। এই ফুল থেকে সুবাসের পরিবর্তে অনেকটা পচা মাংসের মতো গন্ধ আসে।
বেগুনি ও কমলার মিশেলে প্রায় আট ফুট দীর্ঘ ফুলটির নাম টাইটান অ্যারাম (অ্যামোরোফোফ্যালাস টাইটানাম)। আর ওজন অন্তত ৩০০ পাউন্ড। ফুলটি গত সোমবার ফোটে এবং তিন দিন পর্যন্ত স্থায়ী হয়। এই খবর ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে দর্শনার্থীদের ভিড় বাড়ে। একই বাগানে ২০১১ সালের ১৫ মার্চ ফুটেছিল এই ফুল। ২০০৮ সালেও ফুলটি সেখানে দেখা গিয়েছিল। সিবিএস নিউজ।

No comments

Powered by Blogger.