১০ তালেবান নেতাকে ছাড়তে রাজি পাকিস্তান

পাকিস্তান ১০ আফগান তালেবান নেতাকে মুক্তি দিতে রাজি হয়েছে। এদের মধ্যে আফগানিস্তানের সাবেক তালেবান সরকারের আইনমন্ত্রীও রয়েছেন। গতকাল বুধবার ইসলামাবাদে পাকিস্তানি কূটনৈতিক ও আফগান শান্তি আলোচকদের মধ্যকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


বিষয়টিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত হিসেবে চিহ্নিত করেছে আফগানিস্তান সরকার।
আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, এটি দীর্ঘ প্রচেষ্টার ফল। এ প্রক্রিয়ায় দুই দেশের শান্তি আলোচনা অনেক দূর এগিয়ে যাবে। তিনি জানান, যাঁরা মুক্তি পাচ্ছেন, তাঁদের মধ্যে তালেবান সরকারের সাবেক আইনমন্ত্রী মোল্লা তুরাবি ও দুজন বুদ্ধিজীবী রয়েছেন। যদিও কবে নাগাদ তাঁরা মুক্তি পেতে পারেন, তা এখনো পরিষ্কার নয় বলে তিনি জানান। তবে ওই ১০ জনের মধ্যে ২০১০ সালে আটক হওয়া আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদর নেই।
বিশ্লেষকরা মনে করেন, নেতাদের মুক্তির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মুক্তি পেয়ে দেশে ফেরার পর ওই নেতারা অন্যদেরও শান্তি আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করতে পারবেন। সূত্র : বিবিসি, আল-জাজিরা।

No comments

Powered by Blogger.