পশ্চিমবঙ্গে জনতার ওপর পুলিশের গুলি, নিহত ১

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় গতকাল বুধবার পুলিশের গুলিতে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। জগদ্ধাত্রী পূজা আয়োজনে সরকারি অনুমোদনের দাবিতে গ্রামবাসী বিক্ষোভে নামলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে রাজ্যে আট দিনে জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের দ্বিতীয় ঘটনা ঘটল।


জানা গেছে, জগদ্ধাত্রী পূজার অনুমোদনের দাবিতে নদীয়ার তেহট্ট থানার কৃষ্ণনগর-করিমপুর সড়কের হাউলিয়া মোড়ে বুধবার সকালে বিক্ষোভ করে স্থানীয়রা। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর বচসা সংঘর্ষে রূপ নেয়। গ্রামবাসী পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে অশোক সেন নামের এক যুবকের মৃত্যু হয়। গুলিতে আহত হন তিনজন। পরে বিক্ষোভকারীরা পুলিশের দুটি ভ্যান জ্বালিয়ে দেয়। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে জরুরি বৈঠক বসে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে। নিন্দা জানানো হয়েছে বামফ্রন্টের তরফ থেকেও।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে বীরভূম জেলার দুবরাজপুরে জমি অধিগ্রহণ নিয়ে পুলিশের গুলিতে ছয় গ্রামবাসী গুরুতর আহত হয়।

No comments

Powered by Blogger.