ভাগ্যের ছোঁয়ার পর সাকিব-নাঈমের প্রতিরোধ

মাঝে-মধ্যে ক্রিকেটে ভাগ্যের ছোঁয়াও লাগে। ভাগ্য বলে কিছু একটা আছে বলেই সাকিব আল হাসান এখনো উইকেটে। নাঈমকে সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছেন লড়াইটা। রবি রামপলের বলে খোঁচা দিয়ে সাকিব বল তুলে দিয়েছিলেন উইকেটরক্ষক দীনেশ রামদিনের হাতে।


উত্সব শুরু করেও দিয়েছিলেন ক্যারিবীয় খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার ততক্ষণে সংকেত দিয়ে জানিয়ে দিয়েছেন রামপল নো বল করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের হতাশার মধ্যে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বয়ে গেল স্বস্তির সুবাতাস। হ্যাঁ, ভাগ্য অবশ্যই আছে।
তৃতীয় দিনের শুরুর দিকে সাকিব পূর্ণ করেছেন তাঁর পঞ্চাশ।তাঁর সংগ্রহ এই মুহূর্তে ৫৩। নাঈম অপরাজিত আছেন ৫৬ রানে। ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে ২৩৩। সাকিব ও নাঈমের মধ্যে গড়ে উঠেছে ১১৫ রানের জুটি। এই জুটি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে পারবে, তারওপরই আসলে নির্ভর করছে অনেক কিছু। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হবে আরও ৯৪ রান। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগৃহীত ৫২৭ রানের চেয়ে এখনও ২৮৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.