কাজাখ প্রধানমন্ত্রীর পদত্যাগ

সবচেয়ে বেশি সময় ধরে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী কারিম মাসিমভ পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল সোমবার পাঠানো এক বিবৃতিতে এ খবর জানানো হয়। উপপ্রধানমন্ত্রী স্নিক আখমেতভ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।


প্রেসিডেন্ট নূরসুলতান নজরবায়েভ গতকাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মাসিমভের পদত্যাগের কারণ জানানো না হলেও এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট নজরবায়েভের ক্ষমতাকে আরো দৃঢ় করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। চলতি বছরের জানুয়ারিতেই মাসিমভ দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। দেশের অর্থনৈতিক সংস্কারে তাঁর ভূমিকা রয়েছে। মাসিমভকে প্রেসিডেন্টের প্রশাসনিক প্রধান করা হয়েছে।
ওই সময় দেওয়া এক সাক্ষাৎকারে মাসিমভ (৪৭) বলেছিলেন, কাজাখস্তানের আরো রাজনৈতিক সংস্কার প্রয়োজন। ২০০৭ সালের জানুয়ারিতে মাসিমভকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট নজারবায়েভের অত্যন্ত অনুগত মাসিমভ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়েও তিনি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হন। সূত্র : রয়টার্স, এএফপি।

No comments

Powered by Blogger.