কা র্য কা র ণ-টবের গাছ জানালার দিকে বেঁকে যায় কীভাবে? by আব্দুল কাইয়ুম

গাছের কাণ্ড ও ডালের বৃদ্ধি দুটি ঘটনায় প্রভাবিত হয়। প্রথমত, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে সে বাড়ে, আর দ্বিতীয়ত, সে খোঁজে আলো কোন দিকে। আলোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ পাতা গাছের খাদ্য তৈরি করে। এ জন্য তার আলো দরকার। জানালার পাশে রাখা ছোট টবের গাছগুলো আলোর সন্ধানে ওদিকে বাড়তে থাকে।


একে বলে ফটোট্রপিজম। চার্লস ডারউইন ও তাঁর ছেলে ফ্রান্সিস প্রথম এ ব্যাপারটা নিয়ে গবেষণা করেন। তাঁরা লক্ষ করেন, চূড়ার ঠিক নিচ থেকে উদ্ভিদের বাঁক নেওয়া শুরু হয়, কিন্তু কোন কারণে ও কী প্রক্রিয়ায় সেটা ঘটে, তা তাঁরা আবিষ্কার করতে পারেননি। পরে বিভিন্ন গবেষণায় জানা গেছে, অক্সিন নামের এক ধরনের হরমোন অন্যান্য উপাদানের সঙ্গে বিক্রিয়া করে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। গাছ বড় হওয়ার সময় তার চূড়ার দিকে অক্সিন জমা হয়। গাছের যেদিকে অন্ধকার, সেদিকে অক্সিন বেশি থাকে। এর প্রভাবে ওই পাশের কোষগুলো বেশি লম্বা হয়, কিন্তু বিপরীত পাশের কোষগুলো সমানুপাতে লম্বা হতে পারে না। ফলে উদ্ভিদের ডাল বিপরীত দিকে, অর্থাৎ আলোর দিকে বাঁক নেয়।

No comments

Powered by Blogger.