প্রকাশনা

নূরেমবার্গ থেকে ঢাকা যুদ্ধাপরাধের বিচার খায়রুল ইসলাম কামরুল বুক হাউস মূল্য: ৫০০ টাকা যুদ্ধাপরাধ বিচার নিয়ে বাংলা ভাষায় বড় পরিসরে লেখা উল্লেখযোগ্য বই। বইটিতে তিনটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডে আন্তর্জাতিক অধ্যায়ে নূরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, যুগোস্লাভিয়া ট্রায়াল, রুয়ান্ডা ট্রায়াল, সিয়েরা লিওন এবং কম্বোডিয়া ট্রায়ালের ওপর বিভিন্ন

তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে বাংলাদেশ অধ্যায়ে বাংলাদেশে যুদ্ধাপরাধের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইন ও ট্রাইব্যুনাল নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন ও ফলাফল, গণহত্যা, প্রতিরোধ ও মুক্তিযুদ্ধ প্রভৃতি। তৃতীয় খণ্ডে রয়েছে যুদ্ধাপরাধের বিচারসংক্রান্ত বিভিন্ন অ্যাক্ট, অর্ডার রুলস, নূরেমবার্গ চার্টার এবং যুদ্ধাপরাধবিষয়ক বিভিন্ন কনভেনশন। যুদ্ধাপরাধের রাজনৈতিক বিশ্লেষণ এবং বিচারের বিভিন্ন দিক নিয়ে বইটি একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা বলা চলে। বইটি গবেষক, শিক্ষার্থীসহ আগ্রহী পাঠকদের খোরাক মেটাবে বলে বিশ্বাস।

No comments

Powered by Blogger.