ভারতজুড়ে বিক্ষোভ চলছেই

ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিজেপিসহ অন্যান্য বিরোধী দল অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামফ্রন্ট আজ সোমবার ত্রিপুরায় অর্ধদিবস বন্ধ্ ডেকেছে। তবে পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের ওপর রাজ্য সরকারের আরোপিত ১৬ রুপি বিক্রয় কর তুলে দেওয়ার সিদ্ধান্তের ফলে এখানে রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি মূল্য বেড়েছে ৩৪ রুপি।
এদিকে বাস, মিনিবাস, ট্যাক্সি ও ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। কলকাতার বাস ও ট্যাক্সির মালিকেরা ঘোষণা দিয়েছেন, ২ জুলাইয়ের মধ্যে ভাড়া বাড়ানো না হলে তাঁরা বাস, মিনিবাস ও ট্যাক্সি সড়ক থেকে তুলে নেবেন।
গত শুক্রবার রাতে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী জয়পাল রেড্ডি ডিজেলের দাম লিটারপ্রতি তিন রুপি, কেরোসিনে দুই রুপি ও রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ৫০ রুপি বৃদ্ধির ঘোষণা দেন। শুক্রবার গভীর রাত থেকেই বর্ধিত মূল্য কার্যকর হয়।
তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে কলকাতায় বিক্ষোভ করছে বামফ্রন্ট।

No comments

Powered by Blogger.