সাবেক হকি তারকা চুন্নুর লড়াই

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিষণ্ন চেহারায় বসে আছেন জাতীয় হকি খেলোয়াড় আবদুস সাজ্জাদ (জন)। তাঁর বাবা সাবেক হকি তারকা আবদুল মালেক চুন্নু নিবিড় পরিচর্যা কেন্দ্রে লড়ছেন মৃত্যুর সঙ্গে। দীর্ঘদিন ধরেই কিডনি ও হূদ্যন্ত্রের সমস্যায় ভোগা চুন্নুর হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ জুন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, চুন্নুর লিভারে পানি জমেছে, কিডনি অকেজো হয়ে গেছে। এ পর্যন্ত দুবার ডায়ালাইসিস করা হয়েছে। চিকিৎসক মাশহুদ জিয়া চৌধুরী ও সারোয়ারের ইকবালের চিকিৎসাধীন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়। ১৯৭৪-এ ক্যারিয়ার শুরু করা চুন্নু একাধিকবার ছিলেন আবাহনীর অধিনায়ক। ২০০২-এ সাধারণ বীমার হয়ে অবসর নেন। খেলা ছাড়ার আগেই যুক্ত হন কোচিংয়ে। গত এশিয়া কাপ ও এসএ গেমসে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন।

No comments

Powered by Blogger.