পাকিস্তানে এক তালেবান কমান্ডারের দলত্যাগ

পাকিস্তান তালেবানের একজন শীর্ষস্থানীয় কমান্ডার দল ত্যাগ করেছেন। ফজল সাইদ হাক্কানি নামে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ওই কমান্ডার গত সোমবার জানান, দল ত্যাগের পর তিনি তেহরিক-ই-তালেবান ইসলামি (টিটিআই) নামে পৃথক একটি মার্কিনবিরোধী দল গঠন করেছেন।
টেলিভিশন চ্যানেল জিয়ো নিউজকে হাক্কানি জানান, মসজিদ ও বেসামরিক লোকজনের ওপর আত্মঘাতী হামলার প্রতিবাদস্বরূপ তিনি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ‘আমি টিটিপির কাউন্সিলের নেতাদের বার বার বলেছি, মসজিদ, বাজার ও বেসামরিক লক্ষ্যবস্তুতে তাদের আত্মঘাতী হামলা বন্ধ করা উচিত।’
হাক্কানি বলেন, ‘আত্মঘাতী হামলার মাধ্যমে নিরপরাধ বেসামরিক লোকদের হত্যা করাটা ইসলাম সমর্থন করে না।’

No comments

Powered by Blogger.