পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজারে আজ সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে সূচক। একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, ২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকছে—এমন খবর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করছে। এই খবরে অনেক বিনিয়োগকারী আবার লেনদেনে সক্রিয় হওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৯২.৯২ পয়েন্ট বেড়ে ৫,৯৩৪.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সূচক বাড়ার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১১ মিনিটের দিকে সূচক ৪১ পয়েন্ট বাড়ে। লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সূচক বাড়ে ৬৬ পয়েন্ট। সময়ের সঙ্গে সঙ্গে সূচক বাড়ার এ হার আরও বাড়তে থাকে। এভাবেই দিনভর ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী ছিল। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৮টির, কমেছে ৬২টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮৩১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩২৫ কোটি টাকা বেশি।
আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, এনবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড ও লঙ্কা-বাংলা ফাইন্যান্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ২৬৬.৯২ পয়েন্ট বেড়ে ১৬৫১৩.৩৮ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৮টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.