টাটার স্থগিতাদেশ চেয়ে আবেদন খারিজ

পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার সরকারি কার্যক্রমের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে টাটা মোটরসের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
গতকাল সোমবার চার দিনের শুনানি শেষে বিচারপতি সৌমিত্র পালের আদালত টাটার রিট আবেদন খারিজ করে দেন। এর আগে পশ্চিমবঙ্গের নতুন সরকার টাটাকে ইজারা দেওয়া জমির ৪০০ একর অনিচ্ছুক কৃষকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে সরকার ১৪ জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন বিল’ নামে একটি আইন পাস করে। এ আইন অনুসারে রাজ্য সরকার জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে জমি ফেরত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে গত সপ্তাহে হাইকোর্টে রিট আবেদন করে টাটা।
এদিকে রাজ্য সরকার এরই মধ্যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য ৫০ জন জরিপকারীকে সিঙ্গুরে পাঠিয়েছে। আজ থেকে তাঁরা জমি ফেরত কার্যক্রম শুরু করবেন।
প্রসংগত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের প্রায় ৪০০ একর জমি ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়েছেন।

No comments

Powered by Blogger.