রিয়াল-বার্সা বৈরিতা নিয়ে চিন্তায় বস্ক

ভিসেন্তে দেল বস্কের দুশ্চিন্তায় পড়ারই কথা। ক্লাব-বৈরিতায় যে স্পেন জাতীয় দলের আক্রান্ত হওয়ার সম্ভাবনা! রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে চরম বৈরিতা স্পেন জাতীয় দলের কোচের জন্য সব সময়ই একটা মাথাব্যথার কারণ। দলের বেশির ভাগ ফুটবলার থাকে এই দুই ক্লাবের, সারা বছরের তিক্ততা ভুলিয়ে তাদের একতাবদ্ধ করার ঝক্কি তো কম নয়। কিন্তু সদ্যসমাপ্ত মৌসুমে যা হলো, দুই ‘দৈত্য’র সম্পর্কের এতটা অবনতি সাম্প্রতিক অতীতে আর হয়নি। সেই তিক্ততার রেশ তাই এখনো থাকার কথা। দেল বস্কের দুশ্চিন্তা এটা নিয়েই।
মৌসুমের শেষ দিকে ১৮ দিনের মধ্যে এল ক্লাসিকো হয়েছে চারটি। এ সময় মাঠের লড়াই ছড়িয়েছে মাঠের বাইরেও। কথার লড়াই, কাদা ছোড়াছুড়ি কী হয়নি! বার্সেলোনাভিত্তিক দৈনিক লা ভ্যানগার্দিয়ার সঙ্গে সাক্ষাৎকারে দেল বস্ক বলেছেন, ক্লাব লড়াইয়ের ঝাঁজ থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে, ‘যত দ্রুত সম্ভব ক্ষতগুলো আমাদের সারাতে হবে। ওই লড়াইয়ের রেশ এখনো আছে, কারণ রিয়াল-বার্সার বৈরিতাকে কাজে লাগিয়ে দলে দ্বন্দ্ব সৃষ্টি করার লোক অনেক আছে। আমাদের এর সমাধান খুঁজতে হবে।’
সমাধান কেন জরুরি, সেটাও ব্যাখ্যা করেছেন বিশ্বকাপজয়ী কোচ, ‘আশা করি, এতসব ম্যাচের বৈরিতা দলের পরিবেশকে দূষিত করতে পারবে না, কারণ এটা হবে বড় একটা ভুল। কোনো টুর্নামেন্টের সময় ঝামেলা হতেই পারে, কিন্তু কখনোই পারস্পরিক শ্রদ্ধা হারানো উচিত নয়। চ্যাম্পিয়ন হতে হলে, সাফল্যের ধারা ধরে রাখতে হলে দলের পরিবেশ ভালো রাখা জরুরি।’

No comments

Powered by Blogger.