অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাতে জীবনযাত্রা বিপর্যস্ত চারজনের মৃত্যু

কয়েক সপ্তাহের লাগাতার ভারী বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট ডুবে গেছে।
এ ছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে চারজন। দেশটির অ্যাটর্নি জেনারেল গতকাল শুক্রবার উপকূল-সংলগ্ন ৪৫টি অঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক বছরের খরা শেষে এ মাসের এই ভারী বৃষ্টিপাত অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির বদলে দুর্ভোগ বয়ে এনেছে।
বৃষ্টির পানিতে আটকে পড়া কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার কয়েক বছরের আবহাওয়ার ইতিহাসে এটাকে নজিরবিহীন ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তাঁরা।

No comments

Powered by Blogger.