ব্রিটেনে শীত কমবে পোল্যান্ডে আরও চারজনের মৃত্যু

তীব্র শীতে নাকাল ব্রিটেনে শীত আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তীব্র শীতে পোল্যান্ডে আরও চারজন মারা গেছে। এ নিয়ে দেশটিতে শীতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে।
ব্রিটেনে বিগত ১০০ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে ভয়াবহ শীত চলছে। তুষারপাতে এর মধ্যে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। বাড়িঘর, রাস্তাঘাট সবকিছুই ঢেকে গেছে তুষারে। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাস্তায় সেনা নামিয়েছেন। গতকাল রাতে স্কটল্যান্ডের তাপমাত্রা ছিল মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং ইংল্যান্ডে ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে, তাপমাত্রা আগামী সপ্তাহে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে পারে।
পোল্যান্ডে শীতে বৃহস্পতিবার রাতে আরও চারজন মারা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। পোল্যান্ডে গত নভেম্বরে তীব্র শীত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭০ জন প্রাণ হারিয়েছে।

No comments

Powered by Blogger.