মিসিসিপি বিমানবন্দরে ভারতীয় রাষ্ট্রদূতের দেহ তল্লাশিতে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মীরা শংকরের দেহ তল্লাশি করার ঘটনায় ভারত সরকার ক্ষোভ প্রকাশ করেছে। গত ৪ ডিসেম্বর মিসিসিপি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির তদন্ত দাবি করে বলেছে, ‘এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, কূটনৈতিক মর্যাদার কথা স্মরণ করিয়ে দেওয়ার পরও মীরা শংকরের দেহ তল্লাশি করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগদান শেষে মেরিল্যান্ডের বাল্টিমোরে ফিরছিলেন মীরা শংকর। বিমানে ওঠার জন্য তিনি জ্যাকসন-এভার্স আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এ সময় তাঁকে আলাদাভাবে তল্লাশি করতে চান নিরাপত্তাকর্মীরা। রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দেওয়ার পরও একজন নারী নিরাপত্তাকর্মী তাঁর দেহ তল্লাশি করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মীরা শংকর শাড়ি পরায় তাঁর দেহ তল্লাশি করেছেন নিরাপত্তাকর্মীরা।
মিসিসিপির গভর্নর হেইলি বারবারের মুখপাত্র ডান টার্নার বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

No comments

Powered by Blogger.