বসতি স্থাপন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা সম্ভব নয়

ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে তাদের সঙ্গে পরোক্ষ আলোচনায় রাজি হবেন কি না, সে বিষয়ে তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি।
মিসরের রাজধানী কায়রোতে গতকাল বৃহস্পতিবার সে দেশের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনার পর আব্বাস সাংবাদিকদের বলেন, ‘বসতি স্থাপন অব্যাহত থাকলে আমরা শান্তি আলোচনায় যাব না।’
ওয়াশিংটন গত মঙ্গলবার জানায়, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধ করতে ইসরায়েলকে রাজি করানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

No comments

Powered by Blogger.