বর্ষসেরা ক্লাইস্টার্স

ক্যারিয়ারের তৃতীয় ইউএস ওপেনের শিরোপাসহ ২০১০ সালে শিরোপা জিতেছেন ৫টি। শিরোপা-সাফল্যে সেরা বছর কাটানোর স্বীকৃতিও পেলেন কিম ক্লাইস্টার্স। দ্বিতীয়বারের মতো ডব্লুটিএর বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০০৫ সালেও এই পুরস্কার জিতেছিলেন ক্লাইস্টার্স। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী বেলজিয়ান তারকা, ‘প্রত্যাবর্তনের এক বছর পরই বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাটা সত্যিই চমৎকার। আমি কখনোই ভাবিনি এত দ্রুত এটা আসবে। এই সংবাদে সত্যিই আমি রোমাঞ্চিত।’ তাঁরই স্বদেশি জাস্টিন হেনিন জিতেছেন বর্ষসেরা প্রত্যাবর্তনের পুরস্কার। বছরের সেরা উদীয়মান তারকার পদক জিতেছেন উইম্বলডনের সেমিফাইনালিস্ট চেক প্রজাতন্ত্রের পেত্রা ভাইতোভা।

No comments

Powered by Blogger.