রোলস রয়েসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে কোয়ানটাস

অস্ট্রেলীয় বিমান সংস্থা কোয়ানটাস তাদের ‘এয়ারবাস এ৩৮০’ উড়োজাহাজে ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান রোলস রয়েসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ৩৮০। সম্প্রতি এগুলোর একটির ইঞ্জিনে বিস্ফোরণের ঘটনার পর কোয়ানটাস এ ব্যবস্থা নিয়েছে। সংস্থাটি জানায়, এ ব্যাপারে রোলস রয়েসের সঙ্গে মিটমাট না হলে আইনি লড়াই চলবে।
এর আগে অস্ট্রেলিয়ার বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, তারা এর মধ্যে রোলস রয়েসের ট্রেন্ট ৯০০ ইঞ্জিনে কিছু গুরুতর ত্রুটি শনাক্ত করেছে।
গত ৪ নভেম্বর কোয়ানটাসের একটি এয়ারবাসের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর তারা নিরাপত্তার ব্যাপারটি খতিয়ে দেখতে এই বিমানের চলাচল বন্ধ রাখে। সম্প্রতি আবার চালু হয়েছে এই এয়ারবাস।
সংস্থাটি জানায়, আইনি ব্যবস্থার মাধ্যমে পছন্দমতো তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আইন তাদের সে অনুমোদন দিয়েছে।

No comments

Powered by Blogger.