আরেকটি পরাজয় কিউইদের

নিউজিল্যান্ডকে কাল ‘টানা’ অষ্টম ওয়ানডে পরাজয়ের স্বাদ দিল ভারত। ড্যানিয়েল ভেট্টোরির দলকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে গৌতম গম্ভীরের দল জিতেছে ৮ উইকেটে।
সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভারতের জয়টা নিশ্চিত করলেন গম্ভীর ও বিরাট কোহলি। এক বছর পর ওয়ানডে সেঞ্চুরি করে অপরাজিত অধিনায়ক গম্ভীর (১৩৮*)। টানা তিন সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া হলো না কোহলির, আউট হয়েছেন ৬৪ রান করে।
প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৫৮ তোলার পর কিন্তু মনে হয়নি, ভারত এত সহজেই জয়ের বন্দরে পৌঁছাবে। অবশ্য জয়পুরের এই ভেন্যু আগের তিনটি ওয়ানডেতেও আড়াই শ ছাড়ানো স্কোর দেখেছে। এটি রান-প্রসবা মাঠ। গত ফেব্রুয়ারিতে এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯৮ রান করেও ভারত জিতেছিল মাত্র ১ রানের নাটকীয়তায়।
জয়ের কৃতিত্ব দিতে হবে শ্রীশান্তকেও। ৯ মাস পর এই সিরিজ দিয়ে দলে ফেরা এই পেসার কাল নিয়েছেন ৪ উইকেট। ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৫৮/৮ (গাপটিল ৭০, স্টাইরিস ৫৯, ভেট্টোরি ৩১; শ্রীশান্ত ৪/৪৭)।
ভারত: ৪৩ ওভারে ২৫৯/২ (বিজয় ৩৩, গম্ভীর ১৩৮*, কোহলি ৬৪, যুবরাজ ১৬*; ভেট্টোরি ১/৩২, ম্যাকাই ১/৫৯)।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।

No comments

Powered by Blogger.