কঙ্গোর সেনা কর্মকর্তার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একজন সেনা কর্মকর্তা ও তিনজন বিদ্রোহী নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে। জাতিসংঘের যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য মিশনের এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ওই সেনা কর্মকর্তার নাম ইননোসেন্ট জিমুরিন্দা।
যৌথ বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের এপ্রিল মাসে জিমুরিন্দার নির্দেশে কঙ্গোর পূর্বাঞ্চলে আশ্রয় নেওয়া রুয়ান্ডার শরণার্থীদের ওপর গণহত্যা চালায় সেনাবাহিনী। তারা সেখানে প্রায় ১০০ নারী ও শিশুকে হত্যা করে।
জিমুরিন্দা সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে একই এলাকায় ২০০৮ সালের নভেম্বরে তাঁর নেতৃত্বে বিদ্রোহীরা গণহত্যা চালিয়ে ৮৯ জনকে হত্যা করে।

No comments

Powered by Blogger.